Wednesday, May 9, 2012

Windows 7, this copy of windows is not genuine কে বিদায়!: Updated Method


বন্ধুরা, নিশ্চই তোমাদের মধ্যে অনেকেই Windows 7 Activation নিয়ে ঝামেলায় আছো? প্রতিবার কম্পিউটার রিস্টার্ট হওয়ার সাথে সাথে তোমরা একটি ম্যাসেজ দেখতে পাও এই রকম “Windows 7, this copy of windows is not genuine” এবং তোমার সেট করা ওয়ালপেপারও গায়েব হয়ে যায়।
তোমরা অনেকেই হয়ত এর সমাধান অনেক আগেই পেয়ে থাকবে, কিন্তু পাইরেসী রোধে Microsoft নিশ্চই বসে নেই। হাজার হাজার ইঞ্জিনিয়ার প্রতিনিয়ত কাজ করছে কিভাবে পাইরেটেড Windows কপি সনাক্ত করা যায়। আর তাই আগের Loader এবং পদ্ধতি এখন আর কাজ করে না। আমি তোমাদের সাথে শেয়ার করবো একদম Latest Loader এবং পদ্ধতি যা 100% কাজ করবে।
Step by Step Procedures:
1. প্রথমেই এই লিংক থেকে .rar ফাইলটি ডাউনলোড করে নাও।
2. Download করা ফাইলটি Extract করো।
3. Windows Loader v2.1.2 ফাইলটিতে double click করো এবং Uninstall বাটনে ক্লিক করো, Uninstall   সম্পন্ন হলে পিসি Restart করো।
4. পুনরায় Windows Loader v2.1.2 ফাইলটিতে double click করো এবং install বাটনে ক্লিক করো, install সম্পন্ন হলে পিসি Restart করো।
5. এবার এই লিংক যাও এবং Download-এ ক্লিক করো। কিছু সময়ের মধ্যেই তোমার কম্পিউটার একটি টুলস ইন্সটল করবে এবং শেষ হলে তোমাকে notify করবে।
6. Finally, Continue বাটনে ক্লিক করো। That's it! You're done!!!
Enjoy the test of genuine windows.
টিউটি ভালো লাগলে মনোনীত করতে ভুলবে না কিন্তু। সবাইকে ধন্যবাদ।



Sunday, September 11, 2011

ইন্টারনেট থেকে ফ্রী তে কথা বলুন

এই  পোস্ট ই আমার প্রথম পোস্ট। তাই আমি একটা অন্য রকম লেখা লিখতে চাইলাম । অনেক ই ইন্টারনেট থেকে ফ্রী কথা বলতে চাই । তাই আমি আজ এমন  একটা সাইট পাইলাম জা ৫ মিনিট করে ফ্রী কথা বলার সুযোগ  দেই। তা আর দেরি কেন?  চলুন কথা বলি ফ্রী তে। নিচের লিঙ্ক এ  প্রবেশ করুন। কাজ হইলে আমাকে কমেন্ট করবেন।
http://www.localphone.com/?rb=D5b4UsF3M%2B%2BcGuE1PVSIa5rbbBj%2BQyJOv2N4HowES8U%3D

ইনস্টল করুন উইন্ডোজ এক্সপি ১০ মিনিটের কম সময়ে:

অনেকের হয়তো জানা আছে তবু ও শেয়ার করছি নতুনদের কাজে লাগতে পারে।
এই ছোট টিপ যারা প্রায়ই উইন্ডোজ এক্সপি অপারেটিং সিস্টেম ইনস্টল করেন তাদের জন্য খুব সহায়ক হবে. সাধারণত অপারেটিং সিস্টেম ইনস্টলেশনের সময় 40 মিনিট পর্যন্ত সময় নেয়, কিন্তু এই টিপস এর মাধ্যমে আপনি এখন 10 মিনিট করতে পারবেন.
১. উইন্ডোজ এক্সপি সিডি দিয়ে বুট করান।
২. পরে সম্পূর্ণরূপে সব ফাইল লোড হলে , আপনি পার্টিশন নির্বাচন অপশন পাবেন.“c”.নির্বাচন করুন.
৩. এখন পার্টিশন টি ফরম্যাট ফরম্যাট করেন স্বাভাবিক NTFS বা FAT
৪।
একবার ফরম্যাট সম্পন্ন হলে সেটআপ ইনস্টলেশনের জন্য আবশ্যক সব ফাইল কপি করা হয় আপনার সিস্টেম পুনরায় Restart নিবে অথবা আপানে এন্টার টিপে Restart করান।
এখন এখানে থেকেই 10 মিনিট এ কাজ করানো শুরু.
৫. পুনরায় বুট করার পরে, আপনি একটি পর্দা দেকতে পাবেন অপারেটিং সিস্টেম ইনস্টলেশন শেষ হতে 40 মিনিট সময় লাগবে।
৬. এখন Shift + F10 প্রেস কী চাপেন প্রর্দশিত হবে কমান্ড প্রম্পট.
৭.Enter “Taskmgr” কমান্ড প্রম্পট উইন্ডোর এ একটি টাস্ক ম্যানেজার খুলবে.
৮. প্রসেস ট্যাবে ক্লিক করুন >এখানে setup.exe বাহির করেন>Setup.exe উপর রাইট ক্লিক করুন> Set Priority > নির্বাচন করেন High or Above Normal।
সমস্ত সম্পন্ন ..!!!
আর কিছু করতে হবে না এবার দেখুন কিভাবে দ্রুত ইনস্টলেশন প্রক্রিয়া সমাপ্ত হয়।

এক কনভার্টার দিয়েই সব ধরনের ফরম্যাটে কনভার্ট করুন খুবই সহজে

যারা প্রায়ই কনভার্ট করার ঝামেলায় পড়ে থাকেন তারা আজ থেকে আর কোন ঝামেলায় পড়বেন না কারন আমি এখন যে সফটওয়ারটি আপনাদের সাথে শেয়ার করবো সেটা এমন একটা সফটওয়ার যা দিয়ে আপনি আপনার ইচ্ছা মত যে কোন ফরম্যাটের ভিডিও ফাইলকে অন্য যে কোন ভিডিও ফরম্যাটে নিতে পারবেন এমন কি আপনি এমপিথ্রি ফরম্যাটেও রুপান্তর করে নিতে পারবেন খুবেই সহজ পদ্ধতিতে। 3g2, 3gp, mp3, mp4, vob,dat,flv,avi,wmv,mkv, ipad,mpeg4,ps3,psp,zune,ogg theora প্রভৃতি ফরম্যাটে নিতে পারবেন।
এবার প্রথমেই আপনি ফ্রি এই ফটওয়ারটি এখান থেকে ডাউনলোড করে ইনস্টল করে নিন। ইনস্টল শেষ  হলে ওপেন করুন ঠিক নিচের মত করে একটা ইন্টারফেস পাবেন।

এবার এড ফাইলে ক্লিক করে ভিডিও টি এড করে নিতে হবে এবং নিচের বক্স থেকে আপনার পছন্দের যে কোন ফরম্যাটে ক্লিক করে কনভার্ট করতে পারবেন। তাছাড়া output format এর পাশে  presets এ ক্লিক করে আপনি আরও মজার মজার মেনু পাবেন  এবং এখান থেকেও আপনি আপনার পছন্দ মত নির্বাচন করে নিতে পারবেন ও কনভার্ট করতে পারবেন।

কম্পিউটারের হ্যাং সমস্যা দূর করুন

উইন্ডোজ এক্সপিতে কাজ করতে গিয়ে অনেক সময় কম্পিউটার হ্যাং হয়ে যায় এবং Not Responding লেখা বার্তা আসে,তখন Close বাটনে টিপতে হয়।এর ফলে  সকল কাজ বন্ধ হয়ে যায়।চাইলে আপনি এ সমস্যাটি এড়াতে পারেন। এজন্য Start/Run এ গিয়ে regedit লিখে Enter চাপুন। এখন HKEY_CURRENT_USER/Control Panel/Desktop ঠিকানায় যান ।এখন ডানপাশের AutoEndTask অপশনে দুই ক্লীক দিন এবং এখানে Value data হিসাবে 0 এর পরিবর্তে 1 লিখে OK করে বের হয়ে
আসুন। এখন Not Responding প্রোগ্রামটি বন্ধ হয়ে গেছে,এর ফলে পিসি হ্যাং  হবে না।

উইন্ডোজ রিফ্রেশ করতে ভুলে গেছেন ? না, এখন উইন্ডোজ রিফ্রেশ হবে অটোমেটিক !

কম্পিউটার চালু করে রিফ্রেশ করা প্রায় সবারই অভ্যাস ।রিফ্রেশ মানে উইন্ডোজের হাত মুখ ধোয়া বলা যায় ।কিন্তু সব সময় কি আর সব কথা মনে থাকে ? তেমনি রিফ্রেশের কথাও আমাদের মনে থাকে না ।
তাছাড়া উইন্ডোজের কোন ফাইলে পরিবর্তন আনার পর উইন্ডোজকে রিফ্রেশ করতে হয়।আমরা সাধারনত F5 চেপে রিফ্রেশ করি।আপনি ইচ্ছে করলে রিফ্রেশের এই কাজটি  স্বয়ংক্রীয়ভাবে করতে পারেন। এজন্য Start/Run এ গিয়ে regedit লিখে Enter Pvcyb|GLbHKEY_LOCAL_MACHINE / System / CurrentControlSet / Control / Update ঠিকানায় যান।ডানপাশের UpdateMode অপশনে দুই ক্লীক করুন এবং এখানে  hexadecimal ভ্যালু হিসাবে 7 লিখে Ok করে দিন।এখন উইন্ডোজের রিফ্রেশ করার প্রয়োজন হলে সেটি  স্বয়ংক্রীয়ভাবে হবে।

Unlimited ফ্রি কথা হবে বন্ধুদের সাথে

আজ আমি আপানদের সাথে ফ্রি কথা বলা যায় এমন কিছু ওয়েব সাইট শেয়ার করলাম। তাহলে চলুন সাইট গুলোর এড্রেস এবং কিভাবে ফ্রি কল করতে হয় তা জেনে নিই। যে সাইট গুলো ফ্রি কল করার সুবিদা দেয় তারা মাত্র কয়েক মিনিট ( যেমন ৫মি, ৬মি, ১০মি, ৩০মি, ৬০মি, ঊর্ধ্বে ১০০মিনিট) ফ্রি trial করার সুবিদা দেয়। আর এজন্য আমি অনেক গুলো সাইট শেয়ার করব যাতে আপনারা Unlimited কথা বলতে পারেন।
১………………………………
Mobivox offers 10 mins free international calls
ফ্রি কল করার জন্য এখানে ক্লিক করুন
২……………………………
ADphone বিনামূল্যে প্রতিদিন 30 মিনিট কল করার সুবিদা দেয়।
ফ্রি কল করার জন্য প্রথমে এখানে ক্লিক করুন।
Step 1: ADPHONE ডাউনলোড করুন
Step 2: আপনার একাউন্ট তৈরি করুন
Step 3:এখন কল করুন আপনার কাছে।
বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন ফ্রি কল করার জন্য এখানে ক্লিক করুন
৩………………………………
Voiptalk provdes offers 10 mins free international calls
ফ্রি কল করার জন্য এখানে ক্লিক করুন
৪…………………………………
Mobivox offers Free Global Calls up to 10 mins
ফ্রি কল করার জন্য এখানে ক্লিক করুন
৫…………………………
freecallingclub provides $ 5 Free Calls to anyone in the world!
ফ্রি কল করার জন্য এখানে ক্লিক করুন
৬…………………………
EvaPhone.com still offers 3 minutes free calls each time
ফ্রি কল করার জন্য এখানে ক্লিক করুন
৭………………………………….
YouCall.com offers 60 Minutes’ free International Calls
ফ্রি কল করার জন্য এখানে ক্লিক করুন
৮…………………………………
Mig33 provides 30 mins international free calls
ফ্রি কল করার জন্য এখানে ক্লিক করুন
৯……………………………………
New clicksaya.com offer 5 minutes free calls per each time
ফ্রি কল করার জন্য এখানে ক্লিক করুন
১০…………………………..
Gizmo5 offers free internationla calls for 5 mins
ফ্রি কল করার জন্য এখানে ক্লিক করুন
bangladeshe call korar jonno
এরকম আরও অনেক সাইট এবং সাইট সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন ।
ভালো লাগলে জানাতে ভূলবেন না।