কম্পিউটারে একাধিক ইউজার থাকলে বিভিন্ন কারনে বিভিন্ন ওয়েবসাইট ব্লক করার প্রয়োজন হতে পারে।অনেক ভাবেই
নির্দিষ্ট ওয়েব সাইট ব্লক করা যায় এবং এ বিষয় নিয়ে পোষ্ট ও হয়েছে। কিন্তু আজ আমি আপনাদের একটা সফটওয়্যার এর সন্ধান দিব যার সাহায্যে খুব সহজেই যে কোন ওয়েবসাইট ব্লক করা যায়। সফটওয়্যারটির নাম হচ্ছে Any Webolck সাইজ মাত্র ৩৬২ কিলোবাইট।
তবে সফটওয়্যারটি চালাতে Microsoft .NET Framewok 2.0 অথবা তার পরের যেকোন ভার্সন হলেই চলবে। না থাকলে সফটওয়্যারটি Install দেওয়ার সময়ই Microsoft .NET Framewok 2.0 এর লিংকে পাবেন ওখান থেকে ডাউনলোড করে নিলেই হবে, তবে Install এর পূর্বে পিসি Restart দিয়ে নিবেন।
Any Weblock or Any weblock
No comments:
Post a Comment