Sunday, September 11, 2011

কম্পিউটারের হ্যাং সমস্যা দূর করুন

উইন্ডোজ এক্সপিতে কাজ করতে গিয়ে অনেক সময় কম্পিউটার হ্যাং হয়ে যায় এবং Not Responding লেখা বার্তা আসে,তখন Close বাটনে টিপতে হয়।এর ফলে  সকল কাজ বন্ধ হয়ে যায়।চাইলে আপনি এ সমস্যাটি এড়াতে পারেন। এজন্য Start/Run এ গিয়ে regedit লিখে Enter চাপুন। এখন HKEY_CURRENT_USER/Control Panel/Desktop ঠিকানায় যান ।এখন ডানপাশের AutoEndTask অপশনে দুই ক্লীক দিন এবং এখানে Value data হিসাবে 0 এর পরিবর্তে 1 লিখে OK করে বের হয়ে
আসুন। এখন Not Responding প্রোগ্রামটি বন্ধ হয়ে গেছে,এর ফলে পিসি হ্যাং  হবে না।

No comments:

Post a Comment