Sunday, September 11, 2011

ইন্টারনেট থেকে ফ্রী তে কথা বলুন

এই  পোস্ট ই আমার প্রথম পোস্ট। তাই আমি একটা অন্য রকম লেখা লিখতে চাইলাম । অনেক ই ইন্টারনেট থেকে ফ্রী কথা বলতে চাই । তাই আমি আজ এমন  একটা সাইট পাইলাম জা ৫ মিনিট করে ফ্রী কথা বলার সুযোগ  দেই। তা আর দেরি কেন?  চলুন কথা বলি ফ্রী তে। নিচের লিঙ্ক এ  প্রবেশ করুন। কাজ হইলে আমাকে কমেন্ট করবেন।
http://www.localphone.com/?rb=D5b4UsF3M%2B%2BcGuE1PVSIa5rbbBj%2BQyJOv2N4HowES8U%3D

ইনস্টল করুন উইন্ডোজ এক্সপি ১০ মিনিটের কম সময়ে:

অনেকের হয়তো জানা আছে তবু ও শেয়ার করছি নতুনদের কাজে লাগতে পারে।
এই ছোট টিপ যারা প্রায়ই উইন্ডোজ এক্সপি অপারেটিং সিস্টেম ইনস্টল করেন তাদের জন্য খুব সহায়ক হবে. সাধারণত অপারেটিং সিস্টেম ইনস্টলেশনের সময় 40 মিনিট পর্যন্ত সময় নেয়, কিন্তু এই টিপস এর মাধ্যমে আপনি এখন 10 মিনিট করতে পারবেন.
১. উইন্ডোজ এক্সপি সিডি দিয়ে বুট করান।
২. পরে সম্পূর্ণরূপে সব ফাইল লোড হলে , আপনি পার্টিশন নির্বাচন অপশন পাবেন.“c”.নির্বাচন করুন.
৩. এখন পার্টিশন টি ফরম্যাট ফরম্যাট করেন স্বাভাবিক NTFS বা FAT
৪।
একবার ফরম্যাট সম্পন্ন হলে সেটআপ ইনস্টলেশনের জন্য আবশ্যক সব ফাইল কপি করা হয় আপনার সিস্টেম পুনরায় Restart নিবে অথবা আপানে এন্টার টিপে Restart করান।
এখন এখানে থেকেই 10 মিনিট এ কাজ করানো শুরু.
৫. পুনরায় বুট করার পরে, আপনি একটি পর্দা দেকতে পাবেন অপারেটিং সিস্টেম ইনস্টলেশন শেষ হতে 40 মিনিট সময় লাগবে।
৬. এখন Shift + F10 প্রেস কী চাপেন প্রর্দশিত হবে কমান্ড প্রম্পট.
৭.Enter “Taskmgr” কমান্ড প্রম্পট উইন্ডোর এ একটি টাস্ক ম্যানেজার খুলবে.
৮. প্রসেস ট্যাবে ক্লিক করুন >এখানে setup.exe বাহির করেন>Setup.exe উপর রাইট ক্লিক করুন> Set Priority > নির্বাচন করেন High or Above Normal।
সমস্ত সম্পন্ন ..!!!
আর কিছু করতে হবে না এবার দেখুন কিভাবে দ্রুত ইনস্টলেশন প্রক্রিয়া সমাপ্ত হয়।

এক কনভার্টার দিয়েই সব ধরনের ফরম্যাটে কনভার্ট করুন খুবই সহজে

যারা প্রায়ই কনভার্ট করার ঝামেলায় পড়ে থাকেন তারা আজ থেকে আর কোন ঝামেলায় পড়বেন না কারন আমি এখন যে সফটওয়ারটি আপনাদের সাথে শেয়ার করবো সেটা এমন একটা সফটওয়ার যা দিয়ে আপনি আপনার ইচ্ছা মত যে কোন ফরম্যাটের ভিডিও ফাইলকে অন্য যে কোন ভিডিও ফরম্যাটে নিতে পারবেন এমন কি আপনি এমপিথ্রি ফরম্যাটেও রুপান্তর করে নিতে পারবেন খুবেই সহজ পদ্ধতিতে। 3g2, 3gp, mp3, mp4, vob,dat,flv,avi,wmv,mkv, ipad,mpeg4,ps3,psp,zune,ogg theora প্রভৃতি ফরম্যাটে নিতে পারবেন।
এবার প্রথমেই আপনি ফ্রি এই ফটওয়ারটি এখান থেকে ডাউনলোড করে ইনস্টল করে নিন। ইনস্টল শেষ  হলে ওপেন করুন ঠিক নিচের মত করে একটা ইন্টারফেস পাবেন।

এবার এড ফাইলে ক্লিক করে ভিডিও টি এড করে নিতে হবে এবং নিচের বক্স থেকে আপনার পছন্দের যে কোন ফরম্যাটে ক্লিক করে কনভার্ট করতে পারবেন। তাছাড়া output format এর পাশে  presets এ ক্লিক করে আপনি আরও মজার মজার মেনু পাবেন  এবং এখান থেকেও আপনি আপনার পছন্দ মত নির্বাচন করে নিতে পারবেন ও কনভার্ট করতে পারবেন।

কম্পিউটারের হ্যাং সমস্যা দূর করুন

উইন্ডোজ এক্সপিতে কাজ করতে গিয়ে অনেক সময় কম্পিউটার হ্যাং হয়ে যায় এবং Not Responding লেখা বার্তা আসে,তখন Close বাটনে টিপতে হয়।এর ফলে  সকল কাজ বন্ধ হয়ে যায়।চাইলে আপনি এ সমস্যাটি এড়াতে পারেন। এজন্য Start/Run এ গিয়ে regedit লিখে Enter চাপুন। এখন HKEY_CURRENT_USER/Control Panel/Desktop ঠিকানায় যান ।এখন ডানপাশের AutoEndTask অপশনে দুই ক্লীক দিন এবং এখানে Value data হিসাবে 0 এর পরিবর্তে 1 লিখে OK করে বের হয়ে
আসুন। এখন Not Responding প্রোগ্রামটি বন্ধ হয়ে গেছে,এর ফলে পিসি হ্যাং  হবে না।

উইন্ডোজ রিফ্রেশ করতে ভুলে গেছেন ? না, এখন উইন্ডোজ রিফ্রেশ হবে অটোমেটিক !

কম্পিউটার চালু করে রিফ্রেশ করা প্রায় সবারই অভ্যাস ।রিফ্রেশ মানে উইন্ডোজের হাত মুখ ধোয়া বলা যায় ।কিন্তু সব সময় কি আর সব কথা মনে থাকে ? তেমনি রিফ্রেশের কথাও আমাদের মনে থাকে না ।
তাছাড়া উইন্ডোজের কোন ফাইলে পরিবর্তন আনার পর উইন্ডোজকে রিফ্রেশ করতে হয়।আমরা সাধারনত F5 চেপে রিফ্রেশ করি।আপনি ইচ্ছে করলে রিফ্রেশের এই কাজটি  স্বয়ংক্রীয়ভাবে করতে পারেন। এজন্য Start/Run এ গিয়ে regedit লিখে Enter Pvcyb|GLbHKEY_LOCAL_MACHINE / System / CurrentControlSet / Control / Update ঠিকানায় যান।ডানপাশের UpdateMode অপশনে দুই ক্লীক করুন এবং এখানে  hexadecimal ভ্যালু হিসাবে 7 লিখে Ok করে দিন।এখন উইন্ডোজের রিফ্রেশ করার প্রয়োজন হলে সেটি  স্বয়ংক্রীয়ভাবে হবে।

Unlimited ফ্রি কথা হবে বন্ধুদের সাথে

আজ আমি আপানদের সাথে ফ্রি কথা বলা যায় এমন কিছু ওয়েব সাইট শেয়ার করলাম। তাহলে চলুন সাইট গুলোর এড্রেস এবং কিভাবে ফ্রি কল করতে হয় তা জেনে নিই। যে সাইট গুলো ফ্রি কল করার সুবিদা দেয় তারা মাত্র কয়েক মিনিট ( যেমন ৫মি, ৬মি, ১০মি, ৩০মি, ৬০মি, ঊর্ধ্বে ১০০মিনিট) ফ্রি trial করার সুবিদা দেয়। আর এজন্য আমি অনেক গুলো সাইট শেয়ার করব যাতে আপনারা Unlimited কথা বলতে পারেন।
১………………………………
Mobivox offers 10 mins free international calls
ফ্রি কল করার জন্য এখানে ক্লিক করুন
২……………………………
ADphone বিনামূল্যে প্রতিদিন 30 মিনিট কল করার সুবিদা দেয়।
ফ্রি কল করার জন্য প্রথমে এখানে ক্লিক করুন।
Step 1: ADPHONE ডাউনলোড করুন
Step 2: আপনার একাউন্ট তৈরি করুন
Step 3:এখন কল করুন আপনার কাছে।
বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন ফ্রি কল করার জন্য এখানে ক্লিক করুন
৩………………………………
Voiptalk provdes offers 10 mins free international calls
ফ্রি কল করার জন্য এখানে ক্লিক করুন
৪…………………………………
Mobivox offers Free Global Calls up to 10 mins
ফ্রি কল করার জন্য এখানে ক্লিক করুন
৫…………………………
freecallingclub provides $ 5 Free Calls to anyone in the world!
ফ্রি কল করার জন্য এখানে ক্লিক করুন
৬…………………………
EvaPhone.com still offers 3 minutes free calls each time
ফ্রি কল করার জন্য এখানে ক্লিক করুন
৭………………………………….
YouCall.com offers 60 Minutes’ free International Calls
ফ্রি কল করার জন্য এখানে ক্লিক করুন
৮…………………………………
Mig33 provides 30 mins international free calls
ফ্রি কল করার জন্য এখানে ক্লিক করুন
৯……………………………………
New clicksaya.com offer 5 minutes free calls per each time
ফ্রি কল করার জন্য এখানে ক্লিক করুন
১০…………………………..
Gizmo5 offers free internationla calls for 5 mins
ফ্রি কল করার জন্য এখানে ক্লিক করুন
bangladeshe call korar jonno
এরকম আরও অনেক সাইট এবং সাইট সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন ।
ভালো লাগলে জানাতে ভূলবেন না।

সিডি, ডিভিডি বা যে কোন ফাইল ফোল্ডার ISO তে রুপান্তর করুন নিমিষে।

অনেকে কিভাবে ISO ফাইল তৈরি করবেন চিন্থায় পড়ে যান। আর কোন চিন্থা নেই, আপনাদের জন্য নিয়ে এসেছি ISO ফাইল তৈরি করার কার্যকরী সফটওয়্যার, যা নিমিষেই যে কোন ফাইল, ফোল্ডার, সিডি ও ডিভিডি র ফাইলকে ISO ফাইলে রুপান্তর করতে সক্ষম। এজন্য আপনাকে প্রথমে এই লিংক থেকে মাত্র ৫.৮ মেগাবাইটের সফটওয়্যারটি ডাউনলোড করে ইন্সটল করতে হবে। এটি কিভাবে কাজ করে  দেখে নেয়া যাক। ইন্সটল শেষে সফটওয়্যারটি রান করান নিচের চিত্রের মত পাবেন।
এখানে আপনি যে ফাইল, ফোল্ডার বা সিডি, ডিভিডি র ফাইলকে ISO ফাইলে রুপান্তর করতে চান তা ব্রাউজ করে দেখিয়ে দিন এবং Choose ISO তে ক্লিক করে ISO ফাইলটির নাম দিন ও কোথায় রাখবেন তা দেখিয়ে দিন। এর পর Make ISO তে ক্লিক করুন। দেখুন কিছুক্ষনের মধ্যেই আপনার কাংখিত ISO ফাইল তৈরি হয়ে গেছে। এবার চলুন দেখি ISO ফাইলকে কিভাবে Extract করা যায়। File Extract/Convert to ISO তে ক্লিক করুন নিচের চিত্রের মত আসবে।

আপনি যে ISO ইমেজ ফাইলকে Extract করতে চান তা Open image এ ক্লিক করে সিলেক্ট করুন এবং Select folder এ ক্লিক করে কোথায় ফাইলটিকে রাখবেন তা নির্ধারণ করুন। Extract এ ক্লিক করলেই ISO ফাইলটি Extract হয়ে যাবে।
বন্ধুরা আপনি যদি আপনার তৈরি কৃত ISO ফাইলকে সিডি,ডিভিডি অথবা পেন ড্রাইভ এ বুটেবল হিসেবে তৈরি করতে চান তবে Active@ ISO Burner  দিয়ে করে নিতে পারেন। এজন্য আপনাকে এই লিংক থেকে Active@ ISO Burner ডাউনলোড করে নিয়ে তা দিয়ে করতে হবে।
তাহলে বন্ধুরা আপনাদের  ISO ফাইল তৈরি ও তা Extract করা জানা হলো। আজ এ পর্যন্ত। ভাল লাগলে কমেন্ট করতে ভুলবেন না। আমাদের সাথে থাকুন, পিসি হেল্পলাইন বিডির সাথে থাকুন, নিজে জানুন অন্যকে জানান।

PDF ফাইলের পাসওয়ার্ড ডিলিট করুন খুব সহজেই!

আশা করি পিডিএফ (PDF) সম্পর্কে সবারই পরিস্কার ধারণা আছে। আমরা সবাই জানি পিডিএফ হলো Adobe Reader এর ফাইল। PDF ফরমেটের ফাইল অধিক ব্যবহার করা হয় অফিসের নোটিশ পত্রে। কারণ সাধারণত পিডিএফ ফাইলগুলো এডিট করা যায় না শুধু প্রিন্ট করা যায়।
তবে অনেক সময় দেখা যায় প্রিন্ট করার অপশন ডিজেবল করা থাকে। অর্থাৎ তখন বুঝতে হবে pdf ফাইলটি পাশওয়ার্ড দিয়ে লক বা সুরক্ষা করা আছে। ফলে আপনি প্রিন্ট করতে, কপি করতে, এডিট করতে পারবেন না। তাহলে এখন উপায়? আমি আপনাদের সামনে একটা সফটওয়্যারের পরিচিতি তুলে ধরবো। যেটি দিয়ে আপনারা খুব সহজেই pdf ফরমেটের ফাইলগুলোর পাশওয়ার্ড ডিলিট করতে পারবেন। সফটওয়্যারটার নাম হলো PDF Password Remover । এই সফটওয়্যারটা কিনতে গেলে আপনাকে $59.8 ডলার গুনতে হবে। তবে চিন্তা করার কিছু নাই আমি এটা আপনাদের সাথে সম্পূর্ণ ফ্রীতে শেয়ার করছি।

যেভাবে কাজ করবেনঃ

১. সফটওয়্যারটি চালু করুন।
২. এবার Add Files এ ক্লীক করে একটা / একাধিক pdf সিলেক্ট করে open বাটনে ক্লীক করুন

৩. প্রয়োজনে Output Folder নির্বাচন করে দিতে পারেন।

৪. সবশেষে Start বাটনে ক্লীক করুন।
৫. ব্যাস কাজ শেষ! এবার আপনার ফাইলটি চালু করুন। দেখবেন আপনার ফাইলটি সম্পূর্ণ পাশওয়ার্ড মুক্ত হয়ে গেছে।

ডাউনলোডঃ

ডাউনলোড করুন Download
আশা করি সফটওয়্যারটা আপনাদের কাজে লাগবে। ধন্যবাদ…

সংগ্রহ করে রাখুন কিছু গানের সাইড



আমাদের মাঝে মাঝে গান ডাউনলোদের জন্য কিছু সাইডের ঠিকানার দরকার হয়। কিন্তু সময় মত খুজে পাইনা। তাই আমি কিছু সাইডের ঠিকানা  দিলাম সংগ্রহে রাখুন।
মিউজিক ডট কম ডট বিডি
গানের বাংলা
মিউজিক জলসা
মাইটিউনবিডি
দরিদ্র ডট কম
গানের দেশ
বাংলা সুর
আমাদের গান
বৈশাখ
বাংলা এমপিথ্রি’স

আল্টিমেট বাংলা
প্রতিচ্ছবি
বাংলা মিউজিক
বাংলা মিউজিক ট্র্যাক
ফিউশনবিডি
কবিতা ও গান
আমাদের জোন.
বাংলা ও বাঙালী

১ জিবি ফাইল কে ১০ এমবি করে নেন !!!

প্রথমে এখান থেকে সফটওয়্যার টি ডাউনলোড করে নেনঃ এখানে
System Requirement:
অপারেটিং সিস্টেমঃ এক্সপ,উ৭,ভিস্তা
মিনিমামঃ ২৫০ এমবি রাম, ১.৫ Ghz প্রসেসর স্পিড।
মনে করলাম,এতি মধ্যে ডাউনলোড করা হয়ে গেছে এবং ইন্সটল করা ফিনিশ :ডি ,এখন দেখে নেন কি ভাবে কি করতে হবে ……>
প্রথমে KGB সফটওয়্যার টি ওপেন করেন ,তারপর নিচের ফটোর মত করে
















আশা করি উপরের পিক গুলো র কে ফলো করবেন। সবাই ভাল থাকেন ।

Thursday, August 25, 2011

হয়ে যান এক্সপির গুরু !!!

সবাই কে সালাম দিয়ে শুরু করলাম । কেমন আছেন সবাই , আজ একটা বেতিক্রম , একটা জোশ ওয়েবসাইট এর কথা বলবো, আসলে আমার কাছে অনেক চমৎকার লাগছে ,তাই ভাবলাম সবার সাথে শেয়ার করা দরকার ।



মেনু থেকে দেখে নিন আপনার কোন জাতীয় প্রবলেম । তার পর চেক করতে থাকেন , আমি আশা করি আপনার অনেক কাজে আসবে এই সাইট টি ।
এছারা পাবেন আই টি বিষয় নিয়ে নানা তত্ত । শুধু এক্সপি না , ভিস্তা অথবা উ৭ নিয়ে ও পাবেন না তত্ত . তাহলে আর দেরী না করে এখন-ই  ব্রাউস করা শুরু করে দেন ।

সাইটির লিংক ####
ভাল থাকবেন , আল্লাহ্‌ হাফেয .

Wednesday, August 24, 2011

RevoUninPro 2.5.0 + Crack


সবাই কে সালাম এবং শুভেচ্ছা । কেমন আছেন সবাই আশা করি ভাল আছেন আর ভাল থাকেন এই কামনা করি । আমি সব সময় চিন্থা করি ভিন্ন কিছু নিয়ে টিপস লিখতে । আর আজ ও তার কোন বেতিক্রম করি নাই. আজ আমি নিয়ে হাজির হয়েছি RevoUninPro 2.5.0 + Crack.
ডাউনলোড করেন একটি জটিল আনইন্সটলার ,যা দিয়ে আপানার সিস্টেম থেকে সহজে যে কোন কিছু আনইন্সটল করতে পারবেন । মাত্র ৭ এম বি এর এই সফটওয়্যার টি পেতে হলে এখানে ক্লিক করেন ।
সাথে আছে ক্র্যাক,যা চির জিবনেও শেষ হবে না ,আর আপনাকে আস্ক করবে না ,কোন সিরিয়াল এর জন্য ।
তো আর লেট না করে এখন-ই ডাউনলোড করে নেন ।

DOWNLOAD LINK ###
এখানে পোর্টেবল টা আছে । ইন্সটল এর কোন জামেলা নাই । নাই কোন সিরিয়াল কিংবা ক্র্যাক এর জামেলা ।
PORTABLE VERSION 
ভাল থাকেন । সব সময় , আল্লাহ্‌ হাফেয ।

এবার ৭০০মেগা ফাইলকে কমপ্রেস করে নিয়ে আসুন মাত্র ১০মেগায়!!!!!!!!!!

হ্যালো? কেমন আছেন? অবশ্যই ভালো। আজ আমি আপনাদের সামনে নিয়ে এসেছি দুনিয়ার সবচেয়ে শক্তিশালী কমপ্রেস সফটওয়্যার কে.জি.বি. ( K.G.B)
এর সম্পর্কে বেশি কিছু বলব না। শুধু এটুকুই বলতে পারি যে এটিকে ডাউনলোড করুন এবং এর দ্বারা কমপ্রেস করুন ইচ্ছামত। তবে এটি ব্যবহার করতে হলে আপনার প্রসেসর ডুয়াল কোর এবং র্যাম ২ জিবির উপরে থাকতে হবে। নাহলে এটি চলবে না। আপনার কম্পিউটারের যত স্পিড হবে এটির দ্বারা আপনি ততই বেশি কমপ্রেস করিয়ে নিতে পারবেন।
ডাউনলোড লিংক:
http://www.mediafire.com/download.php?uxiuxa469f7p94g

এই সফটওয়্যারটির দ্বারা একটি গেম কমপ্রেস করা হয়েছে যার নাম জি.টি.এ. স্যান-এ্যানড্রেস। ৭০০এম.বি সাইজের বিশাল সেট-আপ ফাইলকে মাত্র ৭০কিলোবাইটে কমপ্রেস করা হয়েছে!!!!!! তবে এটি করতে কোর-আই-সেভেন প্রসেসর ব্যবহার করা হয়েছে। বিশ্বাস না হলে নিচের লিংক থেকে ৭০ কিলোবাইটের জি.টি.এ. স্যান-এ্যানড্রেস ফুল-ভার্সন (সাউন্ড সহ) ডাউনলোড করে নিন। এটিকে ডি-কমপ্রেস করতে আপনার কে.জি.বি সফটওয়্যারটি ইন্সটল করা থাকতে হবে। এটিকে ডি-কমপ্রেস করতে আমার কোর-টু-ডুয়ো প্রসেসরে সময় লেগেছে প্রায় ৭ ঘন্টা।
জি.টি.এ স্যান-এ্যানড্রেস ডাউনলোড লিংক (৭০কিলোবাইট):
http://www.mediafire.com/download.php?45vwcx8v6n073hb

ক্যাসপারস্কি ইন্টারনেট সিকুরিটি ২০১২ আজীবন এর জন্য

আজ আমি নিয়ে হাজির হয়েছি ক্যাসপারস্কি ইন্টারনেট সিকুরিটি ২০১২ আজীবন  এর মেয়াদ নিয়ে । আমি এর আগেও কয়েক টা পোস্ট লিখে ছিলাম অ্যান্টিভাইরাস নিয়ে ,তার পর আর অনেক দিন লিখা হয়নি । আপনাদের অনেক সাড়া পেয়ে আজ আবার অ্যান্টিভাইরাস নিয়ে লিখতে বসলাম । আশা করি আপনাদের ভাল লাগবে । আর কথা না বলে শুরু করা যাক ।

ক্যাসপারস্কি ইন্টারনেট সিকুরিটি ২০১২ আজীবন এর জন্য
প্রথম এ এই লিঙ্ক থেকে ক্যাসপারস্কি ইন্টারনেট সিকুরিটি ২০১২ এর ট্রাল ভার্সন ডাউনলোড  করে নেন ……
ডাউনলোড  লিঙ্ক ###
এবার ডাউনলোড করা হয়ে গেলে ।  ক্যাসপারস্কি ইন্টারনেট সিকুরিটি ২০১২ কে আপনি ট্রাল হিসাবে অ্যাক্টিভ করবেন । কিভাবে অ্যাক্টিভ করবেন যদি না জানেন । তাহলে এই লিঙ্ক থেকে দেখে নেন । দেখতে হলে এখানে ক্লিক করেন,
আমি বার বার বলে রাখছি , যখন ইন্সটল করবেন তখন ট্রাল হিসাবে অ্যাক্টিভ করবেন । এই বার অ্যাক্টিভ করা হয়ে গেলে ,নরমাল ভাবে আপনি একে আপডেড করে নেন । আপডেড করা হয়ে গেলে । নিচের নিক থেকে এটা ডাউনলোড করে ইন্সটল করে দেন । আর মজা দেখেন . আপনার ট্রাল কখনো আর শেষ হবে না , আজীবন এর জন্য হয়ে গেলো ।আর ট্রাল টা ইন্সটল করার পরও আপনি আপডেড করতে পারবেন .কোন প্রব্লেম হবে না ।

ডাউনলোড লিঙ্ক ###
ডাউনলোড করা হয়ে গেলে উপরের পিকচার এর মতো করে …Reset-a  ক্লিক  করতে হবে । ডান । এখন পিসি কে রিস্টার্ট করে নেন ।আর এ ভাবে যখন আপনার ট্রাল ভার্সন টি শেষ হয়ে যাবে তখন নিজে নিজে আবার অ্যাক্টিভ হয়ে যাবে । তার পর আপডেড চাইলে আপডেড করে নিবেন ।
RESET করার আগে এই নিয়ম টা ফলো করেনঃ
১.Settings > self defenc > Turn off
২. Kaspersky টাকে exit করে নিবেন.
৩. Taskbar থেকেও exit করে নিতে হবে ।
আর যদি এই RESET টা কাজ না করে ,তাহলে এখান থেকে এই টা ডাউনলোড করে নেন ।এটা দিয়ে চেষ্টা করেন । এখানে
RESET করার আগে এই নিয়ম টা ফলো করেনঃ
১.Settings > self defenc > Turn off
২. Kaspersky টাকে exit করে নিবেন.
৩. Taskbar থেকেও exit করে নিতে হবে ।
৪. Run TR_KIS-12.0.0.374tr.bat File as ADMINISTRATOR


এবার আরাম করে ব্যবহার করতে থাকেন  ক্যাসপারস্কি ইন্টারনেট সিকুরিটি ২০১২ আজীবন এর জন্য. ধন্যবাদ ।

Monday, August 15, 2011

Fences. ডেস্কটপ আইকন অর্গানাইজ করুন আরও সুন্দরভাবে ।


আমাদের ডেস্কটপ এ অনেক সময় অনেকগুলো আইকনে ভরে থাকে ।
আইকঙ্গুলোকে ছড়িয়ে ছিটিয়ে নি রেখে আমরা এগুলোকে খুব সুন্দরভাবে গুছিয়ে রাখতে পারি ।
ডাউনলোড করুন Fences
আপনার ডেস্কটপকে দিন  new Look.
Enjoy

বোল্ট ব্রাউজার ব্যবহার করে এবার মোবাইলেই পান সম্পূর্ণ ইন্টারনেট ব্রাউজিং করার মজা।

হ্যালো, কেমন আছেন? নিশ্চয় ভালো, আজ আমি মোবাইল ব্রাউজিং এর একটা সফটওয়্যার এর কথা বলব।
আপনারা অনেকেই মোবাইলে ইন্টারনেট ব্যবহার করার জন্য বিভিন্ন ধরণের ব্রাউজার ব্যবহার করে থাকেন। তবে বোল্ট ব্রাউজারটি যদি ব্যবহার করে না থাকেন তবে আপনি মোবাইলে ইন্টারনেট ব্যবহারের আসল মজাটাই পাবেন না।
এই ব্রাউজারের আসল মজা হলো এটি ব্যবহারে সম্পূর্ণ কম্পিটারের ইন্টারনেট ব্যবহারের মজাটা পাওয়া যায়। তাহলে আর দেরি কেন? এখনই ডাউনলোড করে নিন এই মজার ব্রাউজারটি।

ডাউনলোড লিংকঃ (এগুলো ডাউনলোড করতে সরাসরী আপনার মোবাইল থেকে ব্রাউজ করুন অথবা WinWAP সফটওয়্যারটি দিয়ে আপনার পিসিতে ডাউনলোড করুন। WinWAP সফটওয়্যারটির সম্পর্র্কে বিস্তারিত জানতে আমার এই Post দেখুনঃ http://www.pchelplinebd.com/?p=11585 )
BOLT Full Java Me Version 2.5
o Dual Signed Version: http://boltbrowser.com/bolts2.jad
o VeriSign Signed Version: http://boltbrowser.com/boltvs.jad
o Thawte Signed Version: http://boltbrowser.com/boltts.jad
o Unsigned lite Version: http://boltbrowser.com/bolt.jad
• BOLT Lite Java Me Version 2.5 download links
o Dual Signed Version: http://boltbrowser.com/boltlws2.jad
o VeriSign Signed Version: http://boltbrowser.com/boltlwvs.jad
o Thawte Signed Version: http://boltbrowser.com/boltlwts.jad
o Unsigned lite Version: http://boltbrowser.com/boltlw.jad
• BOLT BlackBerry Version 2.5 download links
o BlackBerry: http://boltbrowser.com/boltbb.jad

BOLT Indic

এটি হল বোল্ট ব্রাউজারের ভারতীয় ভাসর্ন। অন্য ভাসর্নের চেয়ে এটির সুবিধা হল এটিতে বাংলা অক্ষর দেখা যায়। বাংঙ্গালীরা ডাউনলোড করে নিন বাংলা ভাসর্নঃ (To Install Bangla Fonts then please go to option then install bangali fonts from list of the browser)
• Dual Signed Version: http://boltbrowser.com/in/bolts2.jad
• VeriSign Signed Version: http://boltbrowser.com/in/boltvs.jad
• Thawte Signed Version: http://boltbrowser.com/in/boltts.jad
• Unsigned Version: http://boltbrowser.com/in/bolt.jad

একটা অসাধারণ সাইট না দেখলে বড় কিছু মিস করবেন

“আসসালাই আলাইকুম” কেমন আছেন সবাই??? এই বার কথায় আছি। জি আমি বলবো এই টা একটা অসাধারণ সাইট। আমরা আমাদের মুখ নিয়ে অনেক গরর্ভ করি তাই না :) । আমরা ফ্রেন্ড দের কাছে বলি যে দেখ তো আমার ফেছ টা কি সুন্দর লাগছে??? এখন আর ফ্রেন্ড দের কাছে বোলা লাগবে না :) । এখন online এ দেখুন আপনার face সুন্দর কি না। এইটা দেখতে এইখানে যান। এইটা দেখটে আপনার একটা ফটো অ্যাড করেন। তার পর আপনার ফটো কে পাশের ফটো এর মত ফোটা দেন। বাছ আইবার নেক্সট বাটন এ ক্লিলিক করুণ।
 খোদা হাফেজ।

মোবাইল চুরি/হারিয়ে গেলে আপনার মোবাইল কিভাবে লক করবেন, ডাটা মুছবেন, অথবা খুজে পাবেন।

কিছুদিন আগে আমি আমার অনেক প্রিয়  Nokia N8 টি হারিয়ে ফেলি, এতে আমার অনেক অফেসিয়াল/আনফেসিয়াল ডাটা ছিল। খুবই চিন্তায় পরে গিয়েছিলাম। পরে চিন্তা করে দেখলাম আমি একটা সফটওয়্যার ইন্সটল করেছিলাম আমার মোবাইলে যা কিনা এন্টি-থেফট (চুরি-রোধক)।
সফটওয়্যারটির নামঃ F-secure Anti-Theft
ডাউনলোড লিঙ্কঃ
মোবাইল ঃ http://f-secure.mobi
ডেস্কটপঃ http://www.f-secure.com/antiTheft_PC 
টেক্সট মেসেজঃ http://www.f-secure.com/antiTheft_SMS

সেটআপ করে আপনার রিমট কোড দিন মোবাইলে।
এখন আপনি নিচের দেয়া টেক্সট মেসেজ দিয়ে আপনার মোবাইল রিমটলি লক, খুজে পেতে, এবং সম্পূর্ণ মুছে ফেলতে পারবেনঃ
fsecuresmsdetails Free Download Anti theft Software For Mobile Phones
এই সফটওয়্যারটি শুধুমাত্র সিম্বিয়ান,  এন্ড্রয়েড, উইন্ডজ মোবাইলে জন্য প্রযোজ্য।
আসা করি আপনাদের এই সফটওয়্যারটি পছন্দ হবে।

এখন থেকে আপনার প্রিয় সফটওয়্যারগুলোকে আপনার সাথে রাখতে পারবেন

আমরা অনেকেই আমাদের বাসায় যেইসব সফটওয়্যার ব্যাবহার করি, তা অন্য কম্পিউটারে ব্যাবহার করতে চাই। আপনাদের সেই সমস্যা দূর করতে আজ আপনাদের সাথে একটি সফটওয়্যার শেয়ার করছি যা কিনা আপনার কম্পিউটারে সফটওয়্যারগুলোকে পোর্টেবল করবে এবং আপনার সময়, ইন্টারনেট খরচ কিছুতা হলে বাঁচাবে।
আসুন সফটওয়্যারটির সাথে পরিচিত হই।
সফটওয়্যারটির নামঃ CAMEYO
ডাউনলোড লিঙ্কঃ http://www.cameyo.com/download.aspx
সাইজঃ ৬.৭২ মেগাবাইট
ব্যাবহারবিধিঃ
১. ডাউনলোড করে ইন্সটল করুন। উইন্ডোজ ৭ ব্যাবহারকারীরা সফটওয়্যারটির এক্সটেসন ফাইল রান করবার সময় অবশ্যই “Run as Administrator” অপশন সেলেক্ট করবেন। কিছুক্ষণ সময় নিবে ইন্সটলেশনের জন্য। “Capture Installation” ক্লিক করুন,
২. এখন Start->Cameyo->Capture Software Installation  ক্লিক করুন।
৩. এখন আপনার সফটওয়্যারগুলো ইনস্টল করুন।
৪. তারপর  ”Install Done” ক্লিক করুন।
৫. এখন “Main executable” উইন্ডো আসবে। আপনি যেখানে আপনার ইন্সটলেশন প্যাকেজ ফাইলটি আপনার পেন-ড্রাইভে রাখুন। OK করে বেরিয়ে আসুন।
৬.  এখন দেখবেন “Building package” লেখা আসবে
৭. “Package successfully saved in …” লেখা আসবে। দেখবেন আপনার জন্য একটি “Virtual Package” ফাইল .exe ফরমেটে তৈরি হয়েছে। এখন আপনি এই ফাইলটি নিয়ে যেকোনো যায়গায় নিয়ে ব্যাবহার করতে পারবেন।
ভিডি ও ইন্সট্রাকশনঃ http://www.youtube.com/v/hQyS24OY6PM&hl=en&fs=1&rel=0&autoplay=1
আসা করি সফটওয়্যারটি আপনাদের উপকারে আসবে। দোয়া করবেন যেন ভবিষ্যতে আপনাদের কাছে আর অনেক নতুন নতুন সফটওয়্যার নিয়ে আসতে পারি।

কিভাবে ল্যাপটপ পরিস্কার করবেন?

১। প্রথমে ল্যাপটপটি বন্ধ করে নিন এবং ব্যাটারি খুলে ফেলুন
২। পানি এবং এ্যলকোহল ১:১ অনুপাতে মিশিয়ে Solution তৈরি করুন। এ্যলকোহল না পাওযা গেলে white vinegar ব্যবহার করুন।
৩। একটি পরিস্কার সাদা কাপর নিয়ে Solution দিয়ে এমন ভাবে ভিজান জেনো খুব বেশি ভিজা না হয়। তারপর এটা দিয়ে পরিস্কার করুন।
৪। ল্যাপটপের কি বোডটি একই ভাবে পরিস্কার করুন।
বাজারে এখন ভালো মানের Cleaning Kit পাওয়া যাচ্ছে এবং দামেও সস্হা যেট দিয়ে সহজে উপরোও কাজগুলি করা যায়।