Monday, August 15, 2011

এখন থেকে আপনার প্রিয় সফটওয়্যারগুলোকে আপনার সাথে রাখতে পারবেন

আমরা অনেকেই আমাদের বাসায় যেইসব সফটওয়্যার ব্যাবহার করি, তা অন্য কম্পিউটারে ব্যাবহার করতে চাই। আপনাদের সেই সমস্যা দূর করতে আজ আপনাদের সাথে একটি সফটওয়্যার শেয়ার করছি যা কিনা আপনার কম্পিউটারে সফটওয়্যারগুলোকে পোর্টেবল করবে এবং আপনার সময়, ইন্টারনেট খরচ কিছুতা হলে বাঁচাবে।
আসুন সফটওয়্যারটির সাথে পরিচিত হই।
সফটওয়্যারটির নামঃ CAMEYO
ডাউনলোড লিঙ্কঃ http://www.cameyo.com/download.aspx
সাইজঃ ৬.৭২ মেগাবাইট
ব্যাবহারবিধিঃ
১. ডাউনলোড করে ইন্সটল করুন। উইন্ডোজ ৭ ব্যাবহারকারীরা সফটওয়্যারটির এক্সটেসন ফাইল রান করবার সময় অবশ্যই “Run as Administrator” অপশন সেলেক্ট করবেন। কিছুক্ষণ সময় নিবে ইন্সটলেশনের জন্য। “Capture Installation” ক্লিক করুন,
২. এখন Start->Cameyo->Capture Software Installation  ক্লিক করুন।
৩. এখন আপনার সফটওয়্যারগুলো ইনস্টল করুন।
৪. তারপর  ”Install Done” ক্লিক করুন।
৫. এখন “Main executable” উইন্ডো আসবে। আপনি যেখানে আপনার ইন্সটলেশন প্যাকেজ ফাইলটি আপনার পেন-ড্রাইভে রাখুন। OK করে বেরিয়ে আসুন।
৬.  এখন দেখবেন “Building package” লেখা আসবে
৭. “Package successfully saved in …” লেখা আসবে। দেখবেন আপনার জন্য একটি “Virtual Package” ফাইল .exe ফরমেটে তৈরি হয়েছে। এখন আপনি এই ফাইলটি নিয়ে যেকোনো যায়গায় নিয়ে ব্যাবহার করতে পারবেন।
ভিডি ও ইন্সট্রাকশনঃ http://www.youtube.com/v/hQyS24OY6PM&hl=en&fs=1&rel=0&autoplay=1
আসা করি সফটওয়্যারটি আপনাদের উপকারে আসবে। দোয়া করবেন যেন ভবিষ্যতে আপনাদের কাছে আর অনেক নতুন নতুন সফটওয়্যার নিয়ে আসতে পারি।

No comments:

Post a Comment