Thursday, August 25, 2011

হয়ে যান এক্সপির গুরু !!!

সবাই কে সালাম দিয়ে শুরু করলাম । কেমন আছেন সবাই , আজ একটা বেতিক্রম , একটা জোশ ওয়েবসাইট এর কথা বলবো, আসলে আমার কাছে অনেক চমৎকার লাগছে ,তাই ভাবলাম সবার সাথে শেয়ার করা দরকার ।



মেনু থেকে দেখে নিন আপনার কোন জাতীয় প্রবলেম । তার পর চেক করতে থাকেন , আমি আশা করি আপনার অনেক কাজে আসবে এই সাইট টি ।
এছারা পাবেন আই টি বিষয় নিয়ে নানা তত্ত । শুধু এক্সপি না , ভিস্তা অথবা উ৭ নিয়ে ও পাবেন না তত্ত . তাহলে আর দেরী না করে এখন-ই  ব্রাউস করা শুরু করে দেন ।

সাইটির লিংক ####
ভাল থাকবেন , আল্লাহ্‌ হাফেয .

Wednesday, August 24, 2011

RevoUninPro 2.5.0 + Crack


সবাই কে সালাম এবং শুভেচ্ছা । কেমন আছেন সবাই আশা করি ভাল আছেন আর ভাল থাকেন এই কামনা করি । আমি সব সময় চিন্থা করি ভিন্ন কিছু নিয়ে টিপস লিখতে । আর আজ ও তার কোন বেতিক্রম করি নাই. আজ আমি নিয়ে হাজির হয়েছি RevoUninPro 2.5.0 + Crack.
ডাউনলোড করেন একটি জটিল আনইন্সটলার ,যা দিয়ে আপানার সিস্টেম থেকে সহজে যে কোন কিছু আনইন্সটল করতে পারবেন । মাত্র ৭ এম বি এর এই সফটওয়্যার টি পেতে হলে এখানে ক্লিক করেন ।
সাথে আছে ক্র্যাক,যা চির জিবনেও শেষ হবে না ,আর আপনাকে আস্ক করবে না ,কোন সিরিয়াল এর জন্য ।
তো আর লেট না করে এখন-ই ডাউনলোড করে নেন ।

DOWNLOAD LINK ###
এখানে পোর্টেবল টা আছে । ইন্সটল এর কোন জামেলা নাই । নাই কোন সিরিয়াল কিংবা ক্র্যাক এর জামেলা ।
PORTABLE VERSION 
ভাল থাকেন । সব সময় , আল্লাহ্‌ হাফেয ।

এবার ৭০০মেগা ফাইলকে কমপ্রেস করে নিয়ে আসুন মাত্র ১০মেগায়!!!!!!!!!!

হ্যালো? কেমন আছেন? অবশ্যই ভালো। আজ আমি আপনাদের সামনে নিয়ে এসেছি দুনিয়ার সবচেয়ে শক্তিশালী কমপ্রেস সফটওয়্যার কে.জি.বি. ( K.G.B)
এর সম্পর্কে বেশি কিছু বলব না। শুধু এটুকুই বলতে পারি যে এটিকে ডাউনলোড করুন এবং এর দ্বারা কমপ্রেস করুন ইচ্ছামত। তবে এটি ব্যবহার করতে হলে আপনার প্রসেসর ডুয়াল কোর এবং র্যাম ২ জিবির উপরে থাকতে হবে। নাহলে এটি চলবে না। আপনার কম্পিউটারের যত স্পিড হবে এটির দ্বারা আপনি ততই বেশি কমপ্রেস করিয়ে নিতে পারবেন।
ডাউনলোড লিংক:
http://www.mediafire.com/download.php?uxiuxa469f7p94g

এই সফটওয়্যারটির দ্বারা একটি গেম কমপ্রেস করা হয়েছে যার নাম জি.টি.এ. স্যান-এ্যানড্রেস। ৭০০এম.বি সাইজের বিশাল সেট-আপ ফাইলকে মাত্র ৭০কিলোবাইটে কমপ্রেস করা হয়েছে!!!!!! তবে এটি করতে কোর-আই-সেভেন প্রসেসর ব্যবহার করা হয়েছে। বিশ্বাস না হলে নিচের লিংক থেকে ৭০ কিলোবাইটের জি.টি.এ. স্যান-এ্যানড্রেস ফুল-ভার্সন (সাউন্ড সহ) ডাউনলোড করে নিন। এটিকে ডি-কমপ্রেস করতে আপনার কে.জি.বি সফটওয়্যারটি ইন্সটল করা থাকতে হবে। এটিকে ডি-কমপ্রেস করতে আমার কোর-টু-ডুয়ো প্রসেসরে সময় লেগেছে প্রায় ৭ ঘন্টা।
জি.টি.এ স্যান-এ্যানড্রেস ডাউনলোড লিংক (৭০কিলোবাইট):
http://www.mediafire.com/download.php?45vwcx8v6n073hb

ক্যাসপারস্কি ইন্টারনেট সিকুরিটি ২০১২ আজীবন এর জন্য

আজ আমি নিয়ে হাজির হয়েছি ক্যাসপারস্কি ইন্টারনেট সিকুরিটি ২০১২ আজীবন  এর মেয়াদ নিয়ে । আমি এর আগেও কয়েক টা পোস্ট লিখে ছিলাম অ্যান্টিভাইরাস নিয়ে ,তার পর আর অনেক দিন লিখা হয়নি । আপনাদের অনেক সাড়া পেয়ে আজ আবার অ্যান্টিভাইরাস নিয়ে লিখতে বসলাম । আশা করি আপনাদের ভাল লাগবে । আর কথা না বলে শুরু করা যাক ।

ক্যাসপারস্কি ইন্টারনেট সিকুরিটি ২০১২ আজীবন এর জন্য
প্রথম এ এই লিঙ্ক থেকে ক্যাসপারস্কি ইন্টারনেট সিকুরিটি ২০১২ এর ট্রাল ভার্সন ডাউনলোড  করে নেন ……
ডাউনলোড  লিঙ্ক ###
এবার ডাউনলোড করা হয়ে গেলে ।  ক্যাসপারস্কি ইন্টারনেট সিকুরিটি ২০১২ কে আপনি ট্রাল হিসাবে অ্যাক্টিভ করবেন । কিভাবে অ্যাক্টিভ করবেন যদি না জানেন । তাহলে এই লিঙ্ক থেকে দেখে নেন । দেখতে হলে এখানে ক্লিক করেন,
আমি বার বার বলে রাখছি , যখন ইন্সটল করবেন তখন ট্রাল হিসাবে অ্যাক্টিভ করবেন । এই বার অ্যাক্টিভ করা হয়ে গেলে ,নরমাল ভাবে আপনি একে আপডেড করে নেন । আপডেড করা হয়ে গেলে । নিচের নিক থেকে এটা ডাউনলোড করে ইন্সটল করে দেন । আর মজা দেখেন . আপনার ট্রাল কখনো আর শেষ হবে না , আজীবন এর জন্য হয়ে গেলো ।আর ট্রাল টা ইন্সটল করার পরও আপনি আপডেড করতে পারবেন .কোন প্রব্লেম হবে না ।

ডাউনলোড লিঙ্ক ###
ডাউনলোড করা হয়ে গেলে উপরের পিকচার এর মতো করে …Reset-a  ক্লিক  করতে হবে । ডান । এখন পিসি কে রিস্টার্ট করে নেন ।আর এ ভাবে যখন আপনার ট্রাল ভার্সন টি শেষ হয়ে যাবে তখন নিজে নিজে আবার অ্যাক্টিভ হয়ে যাবে । তার পর আপডেড চাইলে আপডেড করে নিবেন ।
RESET করার আগে এই নিয়ম টা ফলো করেনঃ
১.Settings > self defenc > Turn off
২. Kaspersky টাকে exit করে নিবেন.
৩. Taskbar থেকেও exit করে নিতে হবে ।
আর যদি এই RESET টা কাজ না করে ,তাহলে এখান থেকে এই টা ডাউনলোড করে নেন ।এটা দিয়ে চেষ্টা করেন । এখানে
RESET করার আগে এই নিয়ম টা ফলো করেনঃ
১.Settings > self defenc > Turn off
২. Kaspersky টাকে exit করে নিবেন.
৩. Taskbar থেকেও exit করে নিতে হবে ।
৪. Run TR_KIS-12.0.0.374tr.bat File as ADMINISTRATOR


এবার আরাম করে ব্যবহার করতে থাকেন  ক্যাসপারস্কি ইন্টারনেট সিকুরিটি ২০১২ আজীবন এর জন্য. ধন্যবাদ ।

Monday, August 15, 2011

Fences. ডেস্কটপ আইকন অর্গানাইজ করুন আরও সুন্দরভাবে ।


আমাদের ডেস্কটপ এ অনেক সময় অনেকগুলো আইকনে ভরে থাকে ।
আইকঙ্গুলোকে ছড়িয়ে ছিটিয়ে নি রেখে আমরা এগুলোকে খুব সুন্দরভাবে গুছিয়ে রাখতে পারি ।
ডাউনলোড করুন Fences
আপনার ডেস্কটপকে দিন  new Look.
Enjoy

বোল্ট ব্রাউজার ব্যবহার করে এবার মোবাইলেই পান সম্পূর্ণ ইন্টারনেট ব্রাউজিং করার মজা।

হ্যালো, কেমন আছেন? নিশ্চয় ভালো, আজ আমি মোবাইল ব্রাউজিং এর একটা সফটওয়্যার এর কথা বলব।
আপনারা অনেকেই মোবাইলে ইন্টারনেট ব্যবহার করার জন্য বিভিন্ন ধরণের ব্রাউজার ব্যবহার করে থাকেন। তবে বোল্ট ব্রাউজারটি যদি ব্যবহার করে না থাকেন তবে আপনি মোবাইলে ইন্টারনেট ব্যবহারের আসল মজাটাই পাবেন না।
এই ব্রাউজারের আসল মজা হলো এটি ব্যবহারে সম্পূর্ণ কম্পিটারের ইন্টারনেট ব্যবহারের মজাটা পাওয়া যায়। তাহলে আর দেরি কেন? এখনই ডাউনলোড করে নিন এই মজার ব্রাউজারটি।

ডাউনলোড লিংকঃ (এগুলো ডাউনলোড করতে সরাসরী আপনার মোবাইল থেকে ব্রাউজ করুন অথবা WinWAP সফটওয়্যারটি দিয়ে আপনার পিসিতে ডাউনলোড করুন। WinWAP সফটওয়্যারটির সম্পর্র্কে বিস্তারিত জানতে আমার এই Post দেখুনঃ http://www.pchelplinebd.com/?p=11585 )
BOLT Full Java Me Version 2.5
o Dual Signed Version: http://boltbrowser.com/bolts2.jad
o VeriSign Signed Version: http://boltbrowser.com/boltvs.jad
o Thawte Signed Version: http://boltbrowser.com/boltts.jad
o Unsigned lite Version: http://boltbrowser.com/bolt.jad
• BOLT Lite Java Me Version 2.5 download links
o Dual Signed Version: http://boltbrowser.com/boltlws2.jad
o VeriSign Signed Version: http://boltbrowser.com/boltlwvs.jad
o Thawte Signed Version: http://boltbrowser.com/boltlwts.jad
o Unsigned lite Version: http://boltbrowser.com/boltlw.jad
• BOLT BlackBerry Version 2.5 download links
o BlackBerry: http://boltbrowser.com/boltbb.jad

BOLT Indic

এটি হল বোল্ট ব্রাউজারের ভারতীয় ভাসর্ন। অন্য ভাসর্নের চেয়ে এটির সুবিধা হল এটিতে বাংলা অক্ষর দেখা যায়। বাংঙ্গালীরা ডাউনলোড করে নিন বাংলা ভাসর্নঃ (To Install Bangla Fonts then please go to option then install bangali fonts from list of the browser)
• Dual Signed Version: http://boltbrowser.com/in/bolts2.jad
• VeriSign Signed Version: http://boltbrowser.com/in/boltvs.jad
• Thawte Signed Version: http://boltbrowser.com/in/boltts.jad
• Unsigned Version: http://boltbrowser.com/in/bolt.jad

একটা অসাধারণ সাইট না দেখলে বড় কিছু মিস করবেন

“আসসালাই আলাইকুম” কেমন আছেন সবাই??? এই বার কথায় আছি। জি আমি বলবো এই টা একটা অসাধারণ সাইট। আমরা আমাদের মুখ নিয়ে অনেক গরর্ভ করি তাই না :) । আমরা ফ্রেন্ড দের কাছে বলি যে দেখ তো আমার ফেছ টা কি সুন্দর লাগছে??? এখন আর ফ্রেন্ড দের কাছে বোলা লাগবে না :) । এখন online এ দেখুন আপনার face সুন্দর কি না। এইটা দেখতে এইখানে যান। এইটা দেখটে আপনার একটা ফটো অ্যাড করেন। তার পর আপনার ফটো কে পাশের ফটো এর মত ফোটা দেন। বাছ আইবার নেক্সট বাটন এ ক্লিলিক করুণ।
 খোদা হাফেজ।

মোবাইল চুরি/হারিয়ে গেলে আপনার মোবাইল কিভাবে লক করবেন, ডাটা মুছবেন, অথবা খুজে পাবেন।

কিছুদিন আগে আমি আমার অনেক প্রিয়  Nokia N8 টি হারিয়ে ফেলি, এতে আমার অনেক অফেসিয়াল/আনফেসিয়াল ডাটা ছিল। খুবই চিন্তায় পরে গিয়েছিলাম। পরে চিন্তা করে দেখলাম আমি একটা সফটওয়্যার ইন্সটল করেছিলাম আমার মোবাইলে যা কিনা এন্টি-থেফট (চুরি-রোধক)।
সফটওয়্যারটির নামঃ F-secure Anti-Theft
ডাউনলোড লিঙ্কঃ
মোবাইল ঃ http://f-secure.mobi
ডেস্কটপঃ http://www.f-secure.com/antiTheft_PC 
টেক্সট মেসেজঃ http://www.f-secure.com/antiTheft_SMS

সেটআপ করে আপনার রিমট কোড দিন মোবাইলে।
এখন আপনি নিচের দেয়া টেক্সট মেসেজ দিয়ে আপনার মোবাইল রিমটলি লক, খুজে পেতে, এবং সম্পূর্ণ মুছে ফেলতে পারবেনঃ
fsecuresmsdetails Free Download Anti theft Software For Mobile Phones
এই সফটওয়্যারটি শুধুমাত্র সিম্বিয়ান,  এন্ড্রয়েড, উইন্ডজ মোবাইলে জন্য প্রযোজ্য।
আসা করি আপনাদের এই সফটওয়্যারটি পছন্দ হবে।

এখন থেকে আপনার প্রিয় সফটওয়্যারগুলোকে আপনার সাথে রাখতে পারবেন

আমরা অনেকেই আমাদের বাসায় যেইসব সফটওয়্যার ব্যাবহার করি, তা অন্য কম্পিউটারে ব্যাবহার করতে চাই। আপনাদের সেই সমস্যা দূর করতে আজ আপনাদের সাথে একটি সফটওয়্যার শেয়ার করছি যা কিনা আপনার কম্পিউটারে সফটওয়্যারগুলোকে পোর্টেবল করবে এবং আপনার সময়, ইন্টারনেট খরচ কিছুতা হলে বাঁচাবে।
আসুন সফটওয়্যারটির সাথে পরিচিত হই।
সফটওয়্যারটির নামঃ CAMEYO
ডাউনলোড লিঙ্কঃ http://www.cameyo.com/download.aspx
সাইজঃ ৬.৭২ মেগাবাইট
ব্যাবহারবিধিঃ
১. ডাউনলোড করে ইন্সটল করুন। উইন্ডোজ ৭ ব্যাবহারকারীরা সফটওয়্যারটির এক্সটেসন ফাইল রান করবার সময় অবশ্যই “Run as Administrator” অপশন সেলেক্ট করবেন। কিছুক্ষণ সময় নিবে ইন্সটলেশনের জন্য। “Capture Installation” ক্লিক করুন,
২. এখন Start->Cameyo->Capture Software Installation  ক্লিক করুন।
৩. এখন আপনার সফটওয়্যারগুলো ইনস্টল করুন।
৪. তারপর  ”Install Done” ক্লিক করুন।
৫. এখন “Main executable” উইন্ডো আসবে। আপনি যেখানে আপনার ইন্সটলেশন প্যাকেজ ফাইলটি আপনার পেন-ড্রাইভে রাখুন। OK করে বেরিয়ে আসুন।
৬.  এখন দেখবেন “Building package” লেখা আসবে
৭. “Package successfully saved in …” লেখা আসবে। দেখবেন আপনার জন্য একটি “Virtual Package” ফাইল .exe ফরমেটে তৈরি হয়েছে। এখন আপনি এই ফাইলটি নিয়ে যেকোনো যায়গায় নিয়ে ব্যাবহার করতে পারবেন।
ভিডি ও ইন্সট্রাকশনঃ http://www.youtube.com/v/hQyS24OY6PM&hl=en&fs=1&rel=0&autoplay=1
আসা করি সফটওয়্যারটি আপনাদের উপকারে আসবে। দোয়া করবেন যেন ভবিষ্যতে আপনাদের কাছে আর অনেক নতুন নতুন সফটওয়্যার নিয়ে আসতে পারি।

কিভাবে ল্যাপটপ পরিস্কার করবেন?

১। প্রথমে ল্যাপটপটি বন্ধ করে নিন এবং ব্যাটারি খুলে ফেলুন
২। পানি এবং এ্যলকোহল ১:১ অনুপাতে মিশিয়ে Solution তৈরি করুন। এ্যলকোহল না পাওযা গেলে white vinegar ব্যবহার করুন।
৩। একটি পরিস্কার সাদা কাপর নিয়ে Solution দিয়ে এমন ভাবে ভিজান জেনো খুব বেশি ভিজা না হয়। তারপর এটা দিয়ে পরিস্কার করুন।
৪। ল্যাপটপের কি বোডটি একই ভাবে পরিস্কার করুন।
বাজারে এখন ভালো মানের Cleaning Kit পাওয়া যাচ্ছে এবং দামেও সস্হা যেট দিয়ে সহজে উপরোও কাজগুলি করা যায়।