Wednesday, August 24, 2011

এবার ৭০০মেগা ফাইলকে কমপ্রেস করে নিয়ে আসুন মাত্র ১০মেগায়!!!!!!!!!!

হ্যালো? কেমন আছেন? অবশ্যই ভালো। আজ আমি আপনাদের সামনে নিয়ে এসেছি দুনিয়ার সবচেয়ে শক্তিশালী কমপ্রেস সফটওয়্যার কে.জি.বি. ( K.G.B)
এর সম্পর্কে বেশি কিছু বলব না। শুধু এটুকুই বলতে পারি যে এটিকে ডাউনলোড করুন এবং এর দ্বারা কমপ্রেস করুন ইচ্ছামত। তবে এটি ব্যবহার করতে হলে আপনার প্রসেসর ডুয়াল কোর এবং র্যাম ২ জিবির উপরে থাকতে হবে। নাহলে এটি চলবে না। আপনার কম্পিউটারের যত স্পিড হবে এটির দ্বারা আপনি ততই বেশি কমপ্রেস করিয়ে নিতে পারবেন।
ডাউনলোড লিংক:
http://www.mediafire.com/download.php?uxiuxa469f7p94g

এই সফটওয়্যারটির দ্বারা একটি গেম কমপ্রেস করা হয়েছে যার নাম জি.টি.এ. স্যান-এ্যানড্রেস। ৭০০এম.বি সাইজের বিশাল সেট-আপ ফাইলকে মাত্র ৭০কিলোবাইটে কমপ্রেস করা হয়েছে!!!!!! তবে এটি করতে কোর-আই-সেভেন প্রসেসর ব্যবহার করা হয়েছে। বিশ্বাস না হলে নিচের লিংক থেকে ৭০ কিলোবাইটের জি.টি.এ. স্যান-এ্যানড্রেস ফুল-ভার্সন (সাউন্ড সহ) ডাউনলোড করে নিন। এটিকে ডি-কমপ্রেস করতে আপনার কে.জি.বি সফটওয়্যারটি ইন্সটল করা থাকতে হবে। এটিকে ডি-কমপ্রেস করতে আমার কোর-টু-ডুয়ো প্রসেসরে সময় লেগেছে প্রায় ৭ ঘন্টা।
জি.টি.এ স্যান-এ্যানড্রেস ডাউনলোড লিংক (৭০কিলোবাইট):
http://www.mediafire.com/download.php?45vwcx8v6n073hb

No comments:

Post a Comment