Monday, August 15, 2011

মোবাইল চুরি/হারিয়ে গেলে আপনার মোবাইল কিভাবে লক করবেন, ডাটা মুছবেন, অথবা খুজে পাবেন।

কিছুদিন আগে আমি আমার অনেক প্রিয়  Nokia N8 টি হারিয়ে ফেলি, এতে আমার অনেক অফেসিয়াল/আনফেসিয়াল ডাটা ছিল। খুবই চিন্তায় পরে গিয়েছিলাম। পরে চিন্তা করে দেখলাম আমি একটা সফটওয়্যার ইন্সটল করেছিলাম আমার মোবাইলে যা কিনা এন্টি-থেফট (চুরি-রোধক)।
সফটওয়্যারটির নামঃ F-secure Anti-Theft
ডাউনলোড লিঙ্কঃ
মোবাইল ঃ http://f-secure.mobi
ডেস্কটপঃ http://www.f-secure.com/antiTheft_PC 
টেক্সট মেসেজঃ http://www.f-secure.com/antiTheft_SMS

সেটআপ করে আপনার রিমট কোড দিন মোবাইলে।
এখন আপনি নিচের দেয়া টেক্সট মেসেজ দিয়ে আপনার মোবাইল রিমটলি লক, খুজে পেতে, এবং সম্পূর্ণ মুছে ফেলতে পারবেনঃ
fsecuresmsdetails Free Download Anti theft Software For Mobile Phones
এই সফটওয়্যারটি শুধুমাত্র সিম্বিয়ান,  এন্ড্রয়েড, উইন্ডজ মোবাইলে জন্য প্রযোজ্য।
আসা করি আপনাদের এই সফটওয়্যারটি পছন্দ হবে।

No comments:

Post a Comment