Thursday, July 14, 2011

যেকোন প্রোগ্রাম ওপেন করতে শর্টকাটে শর্টকাট কী তৈরী করার শর্টকার্ট টিপস !!! 11/07/2011

আমার টিপস এর টাইটেল দেখে এতক্ষনে নিশ্চই বুঝে গেছেন  কি নিয়ে লিখতে যাচ্ছি। আসলে আমার শর্টকাটে কাজ করতে ভাল লাগে তাই আমি শর্টকাট নিয়ে বেশী লাফালাফি করি। এর আগে আমি যে  শর্টকাট  নিয়ে টিপস টা
শেয়ার করেছিলাম তা দেখে নিশ্চয় বুঝতে পেরেছেন আমি সহজ ও সাধারন জিনিস নিয়ে বেশী ঘাটাঘাটি করি যা আপনাদের কাছে ওয়ান টাইমের ব্যাপার । তারপরও আপনাদের সাথে শেয়ার করতে না পারলে যেন আমার ছটফটানী আর কমে না। এই দেখেন আজাইরা প্যাচাল পারতে পারতে মূল কাহিনী প্রায় ভুলেই গিয়েছিলাম। তো চলুন আর প্যাচাল না পেরে কাজ শুরু করা যাক।
আমি এখানে উদাহরন হিসেবে একটি দেখাচ্ছি। অন্যান্য প্রোগ্রামেও একই ভাবে করা যাবে।
১) Start মেনু থেকে All Programs এ যেয়ে  Microsoft Office এ যান,
014 যেকোন প্রোগ্রাম ওপেন করতে শর্টকাটে শর্টকাট কী তৈরী করার শর্টকার্ট টিপস !!!

২) এবার  Excel 2003 এর উপর রাইট বাটন ক্লিক করে Properties এ ক্লিক করুন।

022 যেকোন প্রোগ্রাম ওপেন করতে শর্টকাটে শর্টকাট কী তৈরী করার শর্টকার্ট টিপস !!!

৩) তার পর  Shortcut ট্যাব থেকে Shortcut key: তে  Ctrl+Alt+Num 1 প্রেস করুন।
৪) সবশেষে Apply ক্লিক করে Cancel করুন।
ব্যাস কিচ্ছা খতম। এবার Ctrl+Alt+Num 1 প্রেস করে দেখুন।

No comments:

Post a Comment