Sunday, July 10, 2011

Bootable Pen-drive তৈরি করুন সহজেই!!!!

আমার মাথায় এই বুদ্ধিটা এই মাত্রই এল কারণ আমার সাধের Windows XP 2007 Edition Service Pack 4 ডিভিডি টা নষ্ট হয়ে গেল!!! অনেক কষ্ট করে সেটা যোগাড় করেছিলাম। ঠিক তখনই বসে পড়লাম একটা পোর্টেবল সফটওয়্যার নিয়ে, যা দিয়ে খুব সহজেই আপনার পেন-ড্রাইভকে বুটেবল করে সেখান থেকেই উইন্ডোজ এর যেকোন ভাসর্ন সেট-আপ দিতে পারবেন।
র্পোটেবল সফটওয়্যারটির নাম Bootable Pen-drive এটিকে ডাউনলোড করে ওপেন করুন। তবে ওপেন করার আগে আপনার পেন-ড্রাইভটি পি.সি.তে প্লাগ-ইন করুন। এক্ষেত্রে আপনার পেনড্রাইভটি কমপক্ষে ২জিবি হতে হবে।
পোর্টেবল সফটওয়্যারটির ডাউনলোড লিংকঃ
http://www.mediafire.com/download.php?vn67aaw8uw24rkw
ধন্যবাদ।।।।

No comments:

Post a Comment