Friday, July 22, 2011

আপনার কিবোর্ড দিয়ে কথা বলানো সম্ভব!!

আতা গাছে তোতা পাখি , ডালিম গাছে মৌ।


এত ডাকি তবু কথা কও না কেন বউ।

বউ কথা না বললেও আপনার কিবোর্ডকে দিয়ে কথা বলানো সম্ভব!! জ্বী, একটা সফটওয়্যার আছে।যা ব্যবহার করে আপনি আপনার কিবোর্ড কে কথা বলাতে
পারবেন। খুব মজার এই সফটওয়্যারের নাম Talking Keys এটি বানিয়েছে JingleKeys আপনি যাই টাইপ করবেন তাই আপনাকে বলতে থাকবে। আর যাদের বাসায় চোট্ট কঁচি-কাঁচারা আছে তারাও খুব আনন্দ পাবে।
তবে আপনি প্রয়োজনে এটি ডিসেবল করে রাখতে পারবেন। কম্পিউটারের সিস্টেম ট্রে তে দেখবেন হলুদ চিহ্নিত tk লেখা। ওখানে ক্লিক করলেই ডিসেবল হয়ে।
  এখানে

ক্লীক করে সফটওয়্যারটি নামিয়ে নিন।
ঈদ আগমনে আমার সবটুকু ভালোবাসা সহ রইলো ঈদের শুভেচ্ছা। ঈদ মোবারক……..

No comments:

Post a Comment