Tuesday, June 7, 2011

সিরিয়ায় সশস্ত্র বিদ্রোহী হামলায় নিরাপত্তা বাহিনীর ১২০ সদস্য নিহত


সিরিয়ায় সশস্ত্র গোষ্ঠীর চোরাগোপ্তা হামলায় নিরাপত্তা বাহিনীর ১২০ সদস্য প্রাণ হারিয়েছে। দেশটির উত্তর পশ্চিমাঞ্চলীয় জিসার আল সুগহোর শহরে সশস্ত্র বিদ্রোহী হামলার ঘটনা ঘটে। সিরিয়ার ওই শহরের অধিবাসীদের সাহায্যের আবেদনে সাড়া দিয়ে নিরাপত্তা বাহিনীর সদস্যরা সেখানে যাচ্ছিল। পথে চোরাগোপ্তা হামলা ও একটি পোস্ট অফিসে বিস্ফোরণে তারা প্রাণ হারান।



চলতি বছর মার্চে প্রেসিডেন্ট আসাদের বিরুদ্ধে বিক্ষোভ শুরু হওয়ার পর এটাই সবচেয়ে ভয়াবহ ঘটনা বলে সরকারি কর্মকর্তারা স্বীকার করেছে। জিসর আল সুগহোরের বাসিন্দারা জানায়, শহরের প্রধান ডাকঘরের ছাদ থেকে গত শনিবার অজ্ঞাত বন্দুকধারীরা সরকারবিরোধী বিক্ষোভে নিহত ছয় ব্যক্তির জানাজার স্থলে গুলি চালালে সহিংসতা ছড়িয়ে পড়ে। এরপর বিক্ষোভকারীরা ডাকঘরটিতে আগুন ধরিয়ে দেয়। আল সুগহোর শহরের অধিবাসীদের জানায় এর মাধ্যমে সরকার শহরটিতে সেনা মোতায়েনের পাঁয়তারা করছে। সরকারি বাহিনী যদি জোর করে শহরে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে চায় তবে ব্যাপক রক্তারক্তি হবে। এদিকে সশস্ত্র বিদ্রোহী হামলার ঘটনায় সিরিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইব্রাহিম আল শাহর হুঁশিয়ারি জানিয়ে বলেন, সশস্ত্র গোষ্ঠীগুলোকে এর সমুচিত জবাব দেওয়া হবে। প্রসঙ্গত, সিরিয়ায় সরকারবিরোধী আন্দোলন শুরু হওয়ার পর থেকে দেশটিতে বিদেশি সংবাদমাধ্যমের প্রবেশ নিষিদ্ধ করা হয়। ফলে সরকারি সংবাদমাধ্যমে পরিবেশিক খবরের সত্যতা যাচাই প্রায় অসম্ভব বিষয়।
সূত্র : বিবিসি, আলজাজিরা।

No comments:

Post a Comment