Tuesday, June 28, 2011

জেনেনিন আপনার মোবাইল ফোনটি কোন দেশের তৈরী

নোকিয়া মোবাইল কেনার সময় অনেকেই জানে না তার নকিয়া মোবাইলটি কোন দেশের তৈরী। নকলের ভীড়ে এটা জেনে রাখা ভাল। সহজেই এসব তথ্য পাওয়া যায়। এজন্য মোবাইলটির IMEI Number জেনে নিতে হবে। এই আইএমইআই নম্বর বেড় করতে হলে *#06# চাপতে হবে, তাহলে ১৫/১৭ ডিজিটের IMEI / Serial নম্বর পাবেন। এই নম্বরের ৭ম এবং ৮ম নম্বর দুটি দ্বারা মোবাইলের মান এবং প্রস্তুতকারক দেশের নাম বের করা যাবে। নম্বর দুটি যদি 00 হয় তাহলে এটি অরজিনাল নোকিয়া সেন্টারের। নম্বর দুটি যদি 10, 70, 91, বা 01,07, 19 হয় তাহলে এটি ফিনল্যান্ডের তৈরী, 02 অথবা 20 হয় তাহলে বুঝবেন এটা জার্মানী বা আমিরাতের তৈরী। নম্বর দুটি যদি 30 বা 03 হয় তাহলে বুঝবেন এটি কোরিয়ার তৈরী। নম্বর দুটি যদি 40 বা 04 হয় তাহলে এটি চায়নার তৈরী, নম্বর দুটি যদি 50 বা 05 হয় তাহলে এটি ব্রাজিল, যুক্তরাষ্ট্র বা ফিনল্যান্ডের তৈরী। নম্বর দুটি যদি 60 বা 06 হয় তাহলে এটি হংকং, চায়না বা ম্যাক্সিকোর তৈরী। নম্বর দুটি যদি 08 বা 80 হয় তাহলে এটি হাঙ্গেরী বা জার্মানীর তৈরী, নম্বর দুটি যদি 13 বা 31 হয় তাহলে এটি আজারবাইজানের তৈরী।
তাহলে আর দেরি কেন? এখনই জেনে নিন আপনার মোবাইলটি কোন দেশের তৈরী…………………………………….

No comments:

Post a Comment