Tuesday, June 28, 2011

PDF সহ যেকোন ফাইল কনভার্ট করুন অনলাইন এ

আজ আমি নিয়ে এসেছি ছোট একটি টিপস। কিন্তু প্রায় সবারই এই টিপসট কাজে লাগার কথা।আমরা অনেকেই যানি Pdf ফাইল কিভাবে করতে হয়। Pdf ফাইল হলো পোর্টেবল ডকুমেন্ট ফরম্যাট। এটি দিয়ে প্রায় অনেক সময় আমাদের কাজ করতে হয়। কিন্তু এটি করা অনেকের কাছেই একটি কথিন কাজ। তাই আজ আমি একটি ওয়েবসাইট এর ঠিকানা দিয়ে দিছি যা দিয়ে শুধু pdf না……এর সাথে আরও অনেক গুলো ফাইল বিভিন্ন ফরমেটে কনভার্ট করতে পারবেন। তাই বেশি কথা না বলে মূল কাজে আসি।
এই লিঙ্ক এ যান……………… প্রথনে এই সাইট এ গিয়ে নিম্ন পদ্ধতিতে যেকোন ফাইল কে বিভিন্ন ফরমেটে প্রদান করা যায়ঃ
১. প্রথম এই সাইটে প্রবেশ করুন
২. এরপর কনভার্ট ট্যাব থেকে ব্রাউজ বাটন এ ক্লিক করে আপনার পিসি থেকে PDF ফরমেটের ফাইলটি সিলেক্ট করে নিন,
৩. তারপর ডানে গিয়ে আপনার পছন্দনীয় ফাইল ফরমেট সিলেক্ট করে নিন,
৪. ডানে আপনার ইমেইল এড্রেস বসান এবং ডানে কনভার্ট এ ক্লিক করুন।
পিডিএফকে আপনি যে যে ফরমেটে কনভার্ট করতে পারবেন তাহলোঃ
Bmp,doc,epub,fb2,gif,html, jpg,lit, mobi, mp3, pdb,rtf,ps,rb,thumbnail,tcr,tiff,txt.
এমনকি ডকুমেন্ট ফাইলই কনভার্ট করা যায়।যামনঃ
Csv,doc,html,mdb,bmp ,docx ,gif ,html ,jpg ,mp3 ,pdf ,png ,ps ,tiff ,txt ,docx etc.
এছাড়াও ইমেজ থেকেও ডোকুমেন্ট কনভার্শান করা যায়।যেমনঃ
Bmp, gif ,ico, jpg ,pcx ,pdf, ps, png, tga, thumbnail, tiff, wbmp। file।

No comments:

Post a Comment