Tuesday, June 7, 2011

মহাকাশে কসমিক রশ্মি ডিটেক্টর স্থাপন

২৬ মে নাসার খেয়াযান এন্ডিয়েভারের নভোচারীরা মহাকাশে সফলভাবে কসমিক রশ্মি শনাক্তকারী যন্ত্র (ডিটেক্টর) স্থাপন করেন। আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে স্থাপিত এ ডিটেক্টরের মূল্য ২০০ কোটি ডলার। অ্যান্টিম্যাটার ও ডার্ক ম্যাটারের খোঁজে এই ডিটেক্টর ব্যবহার করা হবে। সাত টন ওজনের এই আলফা ম্যাগনেটিক স্পেকট্রোমিটার স্থাপনের মিশন নাসা ১৯৯৪ সালে শুরু করে। ডিটেক্টরের আটটি অংশ ন্যানো সেকেন্ডের মধ্যে পৃথিবীতে তথ্য পাঠাতে সক্ষম। পদার্থবিজ্ঞানে নোবেল বিজয়ী (১৯৭৬) ম্যাসাসুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজির (এমআইটি) অধ্যাপক স্যামুয়েল টিং ১৬টি দেশের ৬০০ জন বিজ্ঞানীর দল নিয়ে এই অভিযান পরিচালনা করেন। আগামী কয়েক দিনের মধ্যে এই বৃহৎ ডিটেক্টর পৃথিবীতে তথ্য পাঠাতে শুরু করবে। খেয়াযান এন্ডিয়েভারের কমান্ডার মার্ক কেলি ছয়জন নভোচারী নিয়ে এই মিশনে অংশ নেন।

No comments:

Post a Comment