Sunday, June 26, 2011

এবার ইলেকট্রনিক আর্টসের ওয়েবসাইট হ্যাক

সাইবার হ্যাকাররা এবার ইলেকট্রনিক আর্টস ইনকরপোরেশনের ওয়েবসাইটে হামলা চালিয়েছে। তাঁরা ব্যবহারকারীদের জন্ম তারিখ, ই-মেইল ও ফোন নম্বরের মতো গুরুত্বপূর্ণ তথ্য চুরি করেছে। প্রতিষ্ঠানটি তাদের ওয়েবসাইটে এ তথ্য জানিয়েছে।

সাইবার হামলার সর্বশেষ শিকার হলো ভিডিও গেম পাবলিশার ইলেকট্রনিক আর্টস। হ্যাক হওয়া ওয়েবসাইটটি ‘নেভারউইন্টার নাইটস’ গেমের সঙ্গে যুক্ত। এই হামলার দায় কেউ স্বীকার করেনি।
প্রতিষ্ঠানটি দাবি করেছে, ব্যবহারকারীদের সামাজিক নিরাপত্তা নম্বর অথবা ক্রেডিট কার্ডের তথ্য চুরি হয়নি। তবে অন্যান্য স্পর্শকাতর তথ্য চুরি হতে পারে।
এ ঘটনার পর প্রতিষ্ঠানটির শেয়ারের দাম কমতে শুরু করেছে।
গত সপ্তাহে সেগা স্যামি হোল্ডিংস ইনকরপোরেশনের ১৩ লাখ ব্যবহারকারীর তথ্য চুরি হয়। সম্প্রতি সনি করপোরেশন, সিটি ব্যাংকসহ বিশ্বের বেশ কিছু ওয়েবসাইটে হ্যাকাররা হামলা চালায়।

No comments:

Post a Comment