Tuesday, June 7, 2011

সৌরজাগতিক নাক

বিজ্ঞানীরা সমস্বরে বলছেন, আটটি গ্রহ নিয়ে গড়া এই সৌরজগতেরও নাক আছে! সূর্য ছায়াপথে পরিভ্রমণ করায় সৌরঝড় ও নাক্ষত্রিক গ্যাসের মধ্যে সংঘর্ষ বাধে। ফলে সৌরজগতের চারদিকে হেলিওস্ফেয়ার নামে একটি অঞ্চলের সৃষ্টি হয়। অঞ্চলটির ধারকে হেলিওপজ বলে।
সূর্য থেকে হেলিওপজ ৯০০ কোটি মাইল (এক হাজার ৪৫০ কোটি কিলোমিটার প্রায়) দূরে অবস্থান করে। ইন্টারস্টেলার বাউন্ডারি এক্সপ্লোরার স্যাটেলাইট থেকে এসব তথ্য পাওয়া গেছে। এই কৃত্রিম উপগ্রহ ২০০৮ সাল থেকে কাজ করছে।
ছায়াপথে সূর্যের চলার পথ চিত্রায়িত করতে গিয়ে নাসার একদল নভোচারী ওই অঞ্চলকে ‘নাক’ আকৃতির বলে অভিহিত করেন। মানে এটা হলো ‘সৌরজগতের নাক’।

No comments:

Post a Comment