Friday, August 12, 2011

জুমলার Admin Password ভুলে গেলে যা করবেন

জুমলা একটি জনপ্রিয় CMS। যারা জুমলা ব্যবহার করেন তারা জানেন এখানে Administrator এ যাওয়ার জন্য http://localhost/joomla/administrator/index.php তে যেতে হয়। কিন্তু কোন কারণে Admin password ভুলে গেলে তা সহজেই Recover করা যায় না। এইজন্য আপনাকে যা করতে হবে তা হল আপনি আপনার Webserver এর phpmyadmin ( http://localhost/phpmyadmin ) এ যাবেন। এখান থেকে জুমলার জন্য যে ডাটাবসটি আপনি ব্যবহার করছেন তা Select করবেন।এখানে আপনি jos_users টেবিলটি খুঁজে পাবেন। টেবিলটি Select করুন এবং এর SQL command এ যান।আপনাকে এখন Admin এর password change করতে হবে। SQL command এ লিখুন
UPDATE jos_users SET password=MD5(‘admin’) WHERE usertype = “Super Administrator”
এখন আপনি Username: admin এবং Password: admin দিয়ে Login করতে পারবেন।

No comments:

Post a Comment