Friday, August 12, 2011

MS Word এ টেক্সট ইফেক্ট দিন !!!

প্রথমে এম.এস ওয়ার্ড  ওপেন করুন। আরেকটি কথা বলে রাখছি; আমরা সাধারনত অনেক লেখার মাঝে কোন লেখাকে হাইলাইট করতে চাইলে সেটাকে বল্ড করি অথবা আন্ডারলাইন দিয়ে থাকি। তবে টেক্সট ইফেক্টা চোখে পরার জন্য আরো কার্য্যকরী।

যেই লেখাটা হাইলাইট করতে চান সেটা সিলেক্ট/ব্লক করুন।

 > Format মেনু থেকে Font এ ক্লিক করুন। যা আপনি কী-বোর্ডে Ctrl+D চেপেও করতে পারেন।
> এরপর একটা ডায়ালগ বক্স আসবে নিচের চিত্রের মতো।

> সেখান থেকে Text Effects ট্যাব থেকে আপনার পছন্দ মতো Animation সিলেক্ট করে Ok করুন।
ব্যাস কিস্সা খতম। দেখুন কি দারুন দেখা যাচ্ছে।
ধন্যবাদ সবাইকে, নিজে জানুন অন্যকে জানান।

No comments:

Post a Comment