Friday, August 12, 2011

কি বই লাগবে শুধু নাম মনে করুন আর ডাউনলোড করুন ফ্রীতে

একদিন নীলক্ষেত বই কিনতে গিয়ে অবাক হয়ে গেলাম। ছোট ছোট বই ২৫০+ দাম কি আর কিনব,অনেক বই কিনার ইচ্ছা থাকলেও ২ কিনে বাসায় ফিরলাম।
বাসায় এসে চিন্তা করছি, কিভাবে ঐ বই গুলো ফ্রী পাওয়া যায়।
নেটে সার্চ করলাম এবং পেয়ে গেলাম কিন্তু পড়ে গেলাম মহা ঝামেলায় সব বই এর পাশে ৳৳ সিম্নল। যেখানে বাঘের ভয় সেখানে রাত হয়।

যাই হোক অবশেষে চলে গেলাম google এর লাইবেরীতে, ফ্রী তে পড়ি আর ভাবি কিভাবে সেভ করব।
একদিন খুজতে খুজতে একটা সফটওয়্যার পেয়ে গেলাম, যার মাধ্যমে google লাইবেরীর সব বই ডাউনলোড করা যায় এবং অফলাইনে পড়া যায়।
কিভাবে ডাউনলোড করবেনঃ
এই ছবি গুল দেখুন
 
এর পর ডাউনলোড শেষ হওয়া পর্যন্ত ওয়েট করুন
ডাউনলোড দেশ হইলে বইটি pdf ফাইল হিসাবে আমার “My document” ফোল্ডারে সেভ হবে।
নুতন করে বলার কিছু নেই google এর লাইবেরীতে কি কি বই পাওয়া যায়। কারন এমন কোন বই নাই যেটা google এর লাইবেরীতে নেই।

বই ডাউনলোড করার সফটওয়্যার ডাউনলোড লিঙ্ক

তাই আজ থেকে আপনিও আমার মত ইচ্ছা মত বই ডাউনলোড করুন এবং বেশি বেশি করে জ্ঞান অর্জন করুন।
ধন্যবাদ সবাইকে।

No comments:

Post a Comment