Monday, August 8, 2011

সফটওয়ার ছাড়া উইন্ডোজ এক্সপিতে ফোল্ডার লক ।

এক্সপি থেকে ফোল্ডার লক করতে আপনাকে যা যা করতে হবে ?
১* প্রথমে আপনি আপনার মাই কম্পিউটারে ঢুকে Tools এ যান Folder Options এ যান View এ চাপ দেন একদম নিচে দেখেন Use Simple File Sharing লিখা আছে ওটার টিক তুলে দিন ।
২* এবার আপনি যে ফোল্ডার লক করবেন সেই ফোল্ডার এর Properties এ যান Security এ যান Advanced এ চাপ দেন ওখানে দেখেন লিখা আছে Inherit from parent the permission entries the apply to child objects……………………………….. এটার টিক তুলে দিন এরপর Remove এ চাপ দিন। apply করে ok করে বেরিয়ে যান ।

এবার দেখুন হয়ে গেছে এই ফোল্ডার এখন ওপেন হবে না ডিলিট হবেনা কোন কিছুই হবে না ।
আপনি যখন এই ফোল্ডার টি ওপেন করবেন তখন আপনি ওই ফোল্ডার এর Properties এ যেয়ে এবার টিক দিন হয়ে যাবে ।
সবাই ভাল থাকবেন । ভাল লাগলে কমেন্ট করতে ভুলবেন না ।

No comments:

Post a Comment