Friday, August 12, 2011

এখন থেকে জাদুর মত কাজ করুন PHOTOSHOP নিয়ে


PHOTOSHOP নিয়ে কাজ করতে আমার খুব ভাল লাগে তাই সবসময় খুজে বেড়ায় PHOTOSHOP এত নুতন কিছু। নতুন নতুন PHOTOSHOP বই এবং সফটওয়্যার।
খুজতে খুজতে আজ পেয়ে গেলাম PHOTOSHOP জটিল একটা বই। এই বইটি তে PHOTOSHOP সম্পর্কে বিস্তারিত আলোচনা করা আছে। যা পড়লে খুব সহজে PHOTOSHOP সম্পর্কে জানা যাবে এবং কাজ করা যাবে।

বইটির নামঃ the Photoshop anthology
বইটিতে যা যা আছেঃ
১। Total ৯ টি চ্যাপ্টার আছে
২! চ্যাপ্টার গুলর নামঃ
  • Getting Started with Photoshop
  • Basic Skills
  • Creating Buttons.
  • Creating Backgrounds
  • Working with Text
  •  Adjusting Images.
  • Manipulating Images
  • Designing a Web Site
  •  Advanced Photoshop Techniques
৩! মোট পৃষ্টা ২৭৮টি
৪! প্রতিটি চ্যাপ্টার বিস্তারিত আলোচনা এবং ছবি।
৫! ছবি এডিট করার জন্য যেসব সফটওয়্যার প্রয়োজন তার নাম।

উপরের ইনডেক্স দেখে আশা করি বুজতে পারছেন বইটির গুরত্ত কতটুকু। বইটি আমি বিনা মূলে আপনাদের উপহার দিব।
আশা করি আপনারা বইটি সংগ্রহ করবেন।

মিডিয়াফেয়ার ডাউনলোড করতে এইখানে ক্লিক করুন

No comments:

Post a Comment